কটামনি এলাকার ইছারপার থেকে ঘরের ভিতর তালা বন্ধ রাখা বাইক নিয়ে যায় চুরে দল-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১৭ ডিসেম্বর
শুক্রবার

কদমতলা প্রতিনিধিঃ এই দুঃসাহসিক চুরি কান্ডে একরাশ চাপা ক্ষোভ বিরাজ করছে স্থানীয় এলাকায়।লোয়াইরপোয়া ব্লকের বিভিন্ন জায়গায় চোরের উপদ্রপ বেড়ে যাওয়াতে আতঙ্কিত জনগণ।ঘন ঘন চু‌রি কা‌ন্ড সংঘটিত হওয়ার

খবরে বৃহত্তর এলাকায় চোরের ভয়ে শঙ্কিত জনগণ।এদিকে বাড়ির ভিতর থেকে বাইক চুরির ঘটনা নিয়ে বাজারিছড়া থানায় এজাহার দায়ের করেন সত্বাধীকারী আফাছ উদ্দিন।ঘটনা প্রসঙ্গে আফাছ জানায় তার বা‌ড়ি কটামনি এলাকার তেজপুরে।সে পেশায় মিস্ত্রির কাজ করে।সে অনেক কষ্ট করে

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বাজাজ পালসার ১২৫ একটি বাইক কিনে।কিন্তু তার শকের মোটর বাইকটি চুরি হয়ে যায়।সে বলে গত দশ ডিসেম্বর রাত আনুমানিক নয়টা নাগাদ তার বাইকটি ইছারপার নিবাসী নুরুল হকের বাড়ির একটি ঘরে লক করে রেখে যায়।পরের দিন বাইকটি আনতে যথাস্থানে গিয়ে পায়নি।তখনই ব্যাপারটি নিয়ে স্থানীয়দের অবগত করে।
এবং আশপাশ খোঁজাখোজি করে কোনো সন্ধান না পেয়ে বাজারিছড়া থানায় এ ম‌র্মে একটি এজাহার দায়ের করে। কিন্তু অদ্যবদি তার বাইকটির কোনো সন্ধান পায়নি।তাই এ নিয়ে  হতাশাগ্রস্ত আফাছ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তার বাইকটি তদন্তপূর্বক উদ্ধারের জন্য স্থানীয় পুলিশের কাছে দাবি জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu