বাজাজ পালসার ১২৫ একটি বাইক কিনে।কিন্তু তার শকের মোটর বাইকটি চুরি হয়ে যায়।সে বলে গত দশ ডিসেম্বর রাত আনুমানিক নয়টা নাগাদ তার বাইকটি ইছারপার নিবাসী নুরুল হকের বাড়ির একটি ঘরে লক করে রেখে যায়।পরের দিন বাইকটি আনতে যথাস্থানে গিয়ে পায়নি।তখনই ব্যাপারটি নিয়ে স্থানীয়দের অবগত করে।
এবং আশপাশ খোঁজাখোজি করে কোনো সন্ধান না পেয়ে বাজারিছড়া থানায় এ মর্মে একটি এজাহার দায়ের করে। কিন্তু অদ্যবদি তার বাইকটির কোনো সন্ধান পায়নি।তাই এ নিয়ে হতাশাগ্রস্ত আফাছ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তার বাইকটি তদন্তপূর্বক উদ্ধারের জন্য স্থানীয় পুলিশের কাছে দাবি জানায়।
0 মন্তব্যসমূহ