সড়ক দুর্ঘটনা হ্রাস কর‌তে পাথারকা‌ন্দি‌তে স‌চেতনতামুলক অ‌ভিযান এন‌ফোর্সমেন্ট বিভা‌গের-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১৭ ডিসেম্বর
শুক্রবার

কদমতলা প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নি‌র্দেশে রাজ‌্য জু‌ড়ে চলা যান বাহন দুর্ঘটনার লাগাম টান‌তে আদাজল খে‌য়ে মা‌ঠে নে‌মে‌ছে রাজ‌্য প‌রিবহন বিভাগ সহ পু‌লিশ।

এতে গত কয়‌দিন ধ‌রে গোটা রা‌জ্যের সা‌থে তাল মি‌লি‌য়ে ক‌রিমগঞ্জ জেলার বি‌ভিন্ন মফস্বল এলাকায়ও স‌চেতনতামুলক অ‌ভিযান চা‌লি‌য়ে যা‌চ্ছে প্রশাসন।এ ম‌র্মে ১২ ডি‌সেম্বর  জেলা পরিবহণ বিভাগের এন‌ফোর্সমেন্ট টিম ও

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

পাথারকা‌ন্দি পুলিশ যৌথ ভা‌বে পাথারকা‌ন্দির বেশক‌টি গুরুত্বপূর্ণ সড়‌কে অ‌ভিযান চালায়।তারা বিভিন্ন ধরনের যাত্রীবাহী গাড়ি চালক ও যাত্রীদের থামিয়ে পথ সুরক্ষা সম্প‌র্কে বিস্তর জানান দেবার পাশাপা‌শি যান বাহ‌নের কাগজপত্রা‌দি খ‌তি‌য়ে দে‌খেন ও বিভিন্ন বাইক চালক এবং আরোহীদের থামিয়ে হেলমেট পরিধান ব‌্যাপা‌রে সতর্ক ক‌রে দেন।প্রশাস‌নের কথায় একা প‌রিবহন বিভাগ ও পু‌লি‌শের প‌ক্ষে সব‌কিছু সাম‌লে উঠা সম্ভব নয়।অসাবধানতাবশত প্রতি বছর রা‌জ্যে প্রায় দেড়লক্ষা‌ধিক লোক দুর্ঘটনার শিকার হন।অ‌নে‌কে দৈনন্দিন কাজ কর্মের দৌড়ঝা‌পে এক জায়গা থেকে অন্যত্র যাতায়াত করে থাকেন।

এতে অনেক সময় যাত্রী‌দের অসাবধানতা ও চাল‌কদের বেপ‌রোয়া ম‌নোভা‌বে দুর্ঘটনা ঘ‌টে যায়।এ‌দিন এন‌ফোর্সমেন্ট বিভা‌গের কর্মীরা প্রত্যেক‌কে সড়ক সুরক্ষা জ‌নিত টিপস বাত‌লে দি‌য়ে ব‌লেন যে ও‌কো‌জো গা‌ড়ি‌তে ক‌রে কেহ যেন চলাচল না ক‌রেন।তৎস‌ঙ্গে মাত্রা‌ধি‌রিক্ত যাত্রী বহ‌নেও যেন স‌চেতন যাত্রীরা সরব হন ও চালকরা যা‌তে সিট বেল্ট পরিধান ক‌রে ট্রাফিক বিধি অনুসরণ করে গাড়ি চালান সে ব‌্যপা‌রে নজর দি‌তে হ‌বে।কেননা আগা‌মি এক‌ত্রিশ ডি‌সেম্বরের পর থে‌কে সড়ক সুরক্ষার কথা মাথায় রে‌খে প্রশাসন আর কাউ‌কে রেয়াত কর‌বে না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu