অবৈধ কেবিনেটে মজুদ থাকা বিশাল পরিমাণে সেগুন কাঠ জব্দ করলো বন বিভাগ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১৭ ডিসেম্বর
শুক্রবার

কদমতলা প্রতিনিধিঃ গোপন সুত্রের খবরের উপর ভিত্তি করে চুরাইবাড়ি ফরেস্ট বিট এলাকার ফুলবাড়ি গ্রামের একটি বাড়িতে হানা দিয়ে বিশাল পরিমাণে কাঠ উদ্ধার করা হয়। 

বন দপ্তর আসার খবর পেয়ে পালিয়ে যায় বাড়ির মালিক।  ১৫ ডিসেম্বর  ১২ টা নাগাদ এই অভিযান চালানো হয়। এই অভিযানে ছিলেন এসডিএফও অক্ষয় কুমার, রেঞ্জার শৈলেন মালাকার, বিট অফিসার গৌতম দাস সহ অন্যান্যরা । তাছাড়া অভিযানে উপস্থিত ছিলেন চুরাইবাড়ি থানার পুলিশ ও টিএস আর বাহিনি।

               হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

 চুরাইবারি ফরেস্ট রিজাভ  এলাকা থেকে সেগুন গাছ কেটে এই সমস্ত অবৈধ কেবিনেট গুলিতে এনে কাঠ ও সামগ্রী বিক্রি হয় বলে বরাবরই অভিযোগ উঠে। ফরেস্ট লাইসেন্স ছাড়া  বহু অবৈধ কেবিনেট চলছে। এসডিএফও অক্ষয় কুমার জানান ফুলবাড়ির এই বাড়ির থেকে আনুমানিক ৩ থেকে ৪ লক্ষ টাকার কাঠ উদ্ধার করা হয় । 

যারা  অবৈধভাবে কেবিনেট চালাবে তাদের বিরুদ্ধে বন দপ্তরের অভিযান চলবে।তার আবেদন ফরেস্ট লাইসেন্স নিয়ে ব্যবসা করুন আমরা আপনাদের সর্বপ্রকার সাহায্য করবো। উদ্ধারকৃত কাঠগুলি চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসে নিয়ে আসা হয়। বাড়ির মালিকের বিরুদ্ধে বন আইনে মামলা হতে পারে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu