দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে বিশালগড় ট্রাফিক কর্মীরা নড়েচড়ে বসল-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২১ ডিসেম্বর
মঙ্গলবার

বিশালগড় প্রতিনিধিঃ ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকাল ৯:৩০ নাগাদ বিশালগড় মহকুমার অন্তর্গত এক নম্বর গেট জাতীয় সড়কে দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে বিশালগড় ট্রাফিক কর্মীরা নড়েচড়ে বসল জানা যায়

দীর্ঘদিন ধরে বিশালগড় মহকুমা এলাকায় প্রতিদিন প্রতি নিয়ত ছোট বড় দুর্ঘটনা কেউ আহত-নিহত হচ্ছে কিন্তু বিশালগড় ট্রাফিক দপ্তরের কর্মীদের সেই বিষয়ে কোন ধরনের পদক্ষেপ দেখা যায়নি হঠাৎ আজ মঙ্গলবার সকাল থেকে দুর্ঘটনা রোধ করার জন্য অভিযানের নামলেন।

              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

 

দীর্ঘদিন ধরে বিশালগড় মহকুমা বাসির অভিযোগ বিশালগড় ট্রাফিক দপ্তরের কর্মীদের খামখেয়ালিপনায় বিশালগড় এলাকায় দুর্ঘটনা বেড়ে চলছে কিন্তু দেখা যায় বিশাল গর মেন চৌমুনী ছাড়া কোন জায়গায় ট্রাফিক কর্মীদের দেখা যায়নি অপরদিকে 
গোকুলনগর রাস্তার মাতা এবং রবীন্দ্রনাথ মহাবিদ্যালয় ও বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুল এ সমস্ত জায়গায় ট্রাফিক কর্মী নিয়োগ করার জন্য বারবারই সংবাদমাধ্যমের কাছে দ্বারস্থ হন এলাকার জনগণ কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না। সেই বিষয়টি রাজ্য সরকার এবং পরিবহনমন্ত্রী যেন নজর দে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu