দীর্ঘদিন ধরে বিশালগড় মহকুমা বাসির অভিযোগ বিশালগড় ট্রাফিক দপ্তরের কর্মীদের খামখেয়ালিপনায় বিশালগড় এলাকায় দুর্ঘটনা বেড়ে চলছে কিন্তু দেখা যায় বিশাল গর মেন চৌমুনী ছাড়া কোন জায়গায় ট্রাফিক কর্মীদের দেখা যায়নি অপরদিকে
গোকুলনগর রাস্তার মাতা এবং রবীন্দ্রনাথ মহাবিদ্যালয় ও বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুল এ সমস্ত জায়গায় ট্রাফিক কর্মী নিয়োগ করার জন্য বারবারই সংবাদমাধ্যমের কাছে দ্বারস্থ হন এলাকার জনগণ কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না। সেই বিষয়টি রাজ্য সরকার এবং পরিবহনমন্ত্রী যেন নজর দে।
0 মন্তব্যসমূহ