সবুজ ত্রিপুরা
২১ ডিসেম্বর
মঙ্গলবার
বিশালগড় প্রতিনিধিঃ বিশালগড় নিউমার্কেট এক মুদির দোকান থেকে ৫০০০ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যাই এক চোর।
ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বিশালগড় নিউমার্কেট স্থিত মুদির দোকান থেকে দোকানের মালিকে স্প্রে দিয়ে ক্যাশ বাক্স থেকে ৫০০০ টাকা নিয়ে পালিয়ে যাই পরবর্তী সময় দোকানের মালিক দোকান থেকে বেরিয়ে সে চোরকে
চারিদিকে খোঁজাখুঁজি করার পর বিশালগড় মেইন চৌমুনী এলাকায় আটক করতে সক্ষম হয় দোকানে মালিকসহ পথচারী। পরবর্তী সময়ে গণধোলাই দিয়ে
বিশালগড় থানায় তুলে দেওয়া হয়। অপরদিকে জানা যায় সেই চোরের নাম বিজয় কুমার মালি বয়স ২১ বাড়ি বিহার।
0 মন্তব্যসমূহ