বিশালগড় প্রতিনিধিঃ আবারো বয়সন্ধি প্রেমের বলি এক যুবক। প্রেমে ব্যর্থ হয়ে ১৯ বছর বয়সেই ফাঁসিতে আত্মঘাতী হলেন প্রদীপ সরকার। তার বাড়ি বিশালগড় থানাধীন নারাউরা গ্রামে।
নিজ ঘরেই গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে প্রদীপ। মৃতের মা জানায় গত কিছুদিন যাবতই ফোনে কোন একটি মেয়ের সঙ্গে ঝগড়া এবং রাগারাগি করতো প্রদীপ।
শুক্রবার সকালেও একই ভাবে ফোনে রাগারাগি করেছে সে। সকালে মায়ের সঙ্গে ভাত খেয়ে ঘরে বসে ছিল সে। তার মা কিছুক্ষণের জন্য পাশের বাড়িতে যায় এবং ঘরে ফিরে এসে
দেখতে পায় গলায় গামছা লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে প্রদীপ। তড়িঘড়ি এলাকার লোক জনেরা ঝুলন্ত অবস্থা থেকে প্রদীপের দেহ নামিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রদীপকে মৃত বলে ঘোষণা করে ময়নতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। জানা যায় মৃত যুবক প্রদীপ সরকার বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পড়তো। তার মৃত্যুর জন্য ব্যর্থ প্রেমকেই দায়ী করেছে তার পরিবারের লোক জন ।
0 মন্তব্যসমূহ