সবুজ ত্রিপুরা
২৮ ডিসেম্বর
মঙ্গলবার
বিশালগড় প্রতিনিধিঃঘটনার বিবরণে জানা যায় শনিবার সকাল ৯:৩০ নাগাদ বিশালগড় থানা দিন মগবাজার এলাকায় মারুতি গাড়ি বাইকের মুখোমুখি
সংঘর্ষে আহত হয় রুমা নম বয়স ২৫ অপর ব্যক্তির নাম টোটন দাস বয়স ২৪ মারুতি গাড়ির বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়ে যায় দুই ব্যক্তি। স্থানীয় পথ চলতে লোকেরা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেওয়া হয়
বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের কে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দুই ব্যক্তি কে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রোমা নম অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তড়িঘড়ি আগরতলা আইজিএম হসপিটালে রেফার করা হয়। জানা যায়
বিশালগড় নবনির্মিত বাইপাস সড়কে অনবরত ঘটে চলছে দূরর্ঘটনা পুলিশের ভূমিকা দেখা যায়নি বিশালগড় বাইপাস সড়কে তানিয়ে জনগণের মধ্যে উঠছে প্রশ্ন । স্থানীয় লোকেদের একটাই দাবি পুলিশ প্রশাসনের ও ট্রাফিক দপ্তরের দুর্বলতার কারণে নিত্যদিন দূরর্ঘটনা বেড়ে চলছে বিশালগড় এলাকায়। প্রশাসন সঠিক দায়িত্ব পালন করলে দূরর্ঘটনা রোধ করা যেত।
0 মন্তব্যসমূহ