সবুজ ত্রিপুরা
২৮ ডিসেম্বর
মঙ্গলবার
বিশালগড় প্রতিনিধিঃ উন্মাদ যুবকের তাণ্ডবে নিজ বাড়িঘর ভাঙচুর এমন কি নিজ ঘরের দরজা লাগিয়ে অগ্নিসংযোগ গোটা পরিবার সহ এলাকায় আতঙ্ক। ঘটনাস্থলে দমকল ইঞ্জিন।
ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকাল দশটা নাগাদ বিশালগড় মহকুমার অন্তর্গত অফিস টিলা মুড়াবাড়ি এলাকার বাসিন্দা শম্ভু সাহা ছেলে সুব্রত সাহা ওরফে পার্থ গত কিছুদিন আগে আগরতলা ওএনজিসি ব্যাংক সংলগ্ন জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়ে হাপানিয়া হাসপাতালে ভর্তি ছিল।
হাঁপানি হাসপাতাল থেকে বাড়িতে ফিরে সেই যুবক চারপাঁচ দিন যাবত এলাকায় উন্মাদ চালাই এমনকি গত শনিবার বিশালগড় থানার মূল ফটকের সামনে জাতীয় সড়ক দীর্ঘক্ষন বন্ধ করে রাখে সেই উন্মাদ যুবক। সেই উন্মাদ যুবকের সামনে গতকাল কোন লোক যেতে পারেনি এমনকি পুলিশ যেতে পারেনি দীর্ঘ কিছুক্ষণ পর সেই উন্মাদ যুবক শান্ত হওয়ার পর বিশালগড় থানার পুলিশ তাকে থানায় নিয়ে যায় এরপর সেই যুবকের পরিবারকে খবর পাঠায়। পরিবারের লোকজন বিকেল বেলা সেই যুবককে অফিস টিলা মুরা বাড়ি নিজ বাড়িতে নিয়ে আসে।
গত রবিবার সকাল দশটা নাগাদ সেই উন্মাদ যুবক সুব্রত সাহা নিজ বাড়ি ঘড় ভাঙচুর এবং ঘরের দরজা লাগিয়ে ঘরে প্রবেশ করে আগুন লাগিয়ে দেই আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পার্শ্ববর্তী এলাকার লোকজন দ্রুত সেই উন্মাদ যুবকের বাড়িতে ছুটে যান ঘরের দরজা ভেঙ্গে এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এরপর খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের তারা ছুটে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এলাকার লোকজন। এমনকি সেই উন্মাদ যুবকের সামনে কোন লোক যেতে পারেনি কারন ঐ উন্মাদ যুবকের হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে তার উন্মাদে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশালগড় থানায় খবর পাঠালে পুরো ঘটনা জেনে বিশালগড় থানার পুলিশ ও সাহস পায়নি ঘটনাস্থলে যেতে কারণ গত কিছুদিন আগে খোয়াই এমন এক উন্মাদ যুবকের তাণ্ডবে পুলিশ অফিসার সহ ৬ জনের প্রাণ কেড়ে নিয়েছিল ।
0 মন্তব্যসমূহ