সবুজ ত্রিপুরা
২৮ ডিসেম্বর
মঙ্গলবার
বিশালগড় প্রতিনিধিঃ কমলাসাগর বিধানসভা সেকেরকোট অর্ক নীড়ের মধ্যে এন বি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি উদ্যোগে শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী পিঠা পুলি স্বাবলম্বন গ্রামীণ উদ্যোগ মেলা উদ্বোধন হয়
রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন হাত ধরে উপস্থিত ছিলেন রাজ্য খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্যী, সংস্থার কর্মকর্তা রাকেশ যাদব সহ ঢুকলি ব্লকের চেয়ারম্যান অজয় কুমার দাস সহ অন্যান্যরা অন্যরা। দীর্ঘ ১৬ বছর যাবত সেকের কোট অর্ক নীড়ে গ্রামীণ উদ্যোগে মহিলাদের
৩০ পর্যন্ত। তাই মেলাকে ঘিরে বেশ উৎসাহ দেখা দিয়েছে জনগণের মধ্যে। জানা যায় এই বৎসর অন্যান্য বছর কে ছাপিয়ে ৭০ এর অধিক বিভিন্ন জায়গা থেকে মহিলারা স্বাবলম্বন এর মাধ্যমে পিঠাপুলি নিয়ে অংশগ্রহণ করছে। পরবর্তী সময়ে মন্ত্রী প্রত্যেকটি স্টল ঘুরে দেখেন ।
0 মন্তব্যসমূহ