শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী পিঠা পুলি স্বাবলম্বন গ্রামীণ উদ্যোগ মেলা উদ্বোধন হয় রাজ্যের উপমুখ্যমন্ত্রী হাত ধরে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২৮ ডিসেম্বর

মঙ্গলবার

বিশালগড় প্রতিনিধিঃ কমলাসাগর বিধানসভা সেকেরকোট অর্ক নীড়ের মধ্যে এন বি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি উদ্যোগে শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী পিঠা পুলি স্বাবলম্বন গ্রামীণ উদ্যোগ মেলা উদ্বোধন হয় 

রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন হাত ধরে উপস্থিত ছিলেন রাজ্য খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্যী, সংস্থার কর্মকর্তা রাকেশ যাদব সহ ঢুকলি ব্লকের চেয়ারম্যান অজয় কুমার দাস সহ অন্যান্যরা  অন্যরা। দীর্ঘ ১৬ বছর যাবত সেকের কোট অর্ক নীড়ে গ্রামীণ উদ্যোগে মহিলাদের 

নিয়ে সেই পিঠা পুলির মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এই বছর তার ব্যতিক্রম নয়। রাজ্যের বিভিন্ন ব্লক এবং মহকুমা থেকে মহিলারা সেখানে অংশগ্রহণ করে আসছে। বিশেষ করে মহিলাদের ক্ষমতায়ন করার লক্ষ্যেই সেই মেলা করা হয়। প্রত্যেকদিন বিকেল তিনটে থেকে শুরু হবে চলবে রাত ৮ টা 
৩০ পর্যন্ত। তাই মেলাকে ঘিরে বেশ উৎসাহ দেখা দিয়েছে জনগণের মধ্যে। জানা যায় এই বৎসর অন্যান্য বছর কে ছাপিয়ে ৭০ এর অধিক বিভিন্ন জায়গা থেকে মহিলারা স্বাবলম্বন এর মাধ্যমে  পিঠাপুলি নিয়ে অংশগ্রহণ করছে। পরবর্তী সময়ে মন্ত্রী প্রত্যেকটি স্টল ঘুরে দেখেন । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu