বক্সনগর প্রতিনিধিঃ ১১ ই ডিসেম্বর ২০২১ ইং ভারতীয় জনতা পার্টি ২০১৭ সালে উত্তর প্রদেশের আমজনতার নিকট প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বি জে পির সরকার
প্রতিষ্ঠিত হলে মথুরা দিব্য কাশী মন্দির এলাকার চত্বরে তিন শয়ের অধিক পরি বার এবং দোকান পাট ও ঘর বাড়ী বানিয়ে দখল করে রেখেছে। উত্তর প্রদেশের জন গন দু হাত ভরে আর্শীবাদ করে যোগী আদিত্য নাথকে ক্ষমতা র মসনদে বসিয়েছেন।তারই প্রতিশ্রুতি র অঙ্গ হিসাবে
আগামী ১৪ তারিখ কাশী বি শ্বনাথ মন্দির নতুন ভবনের লোকাপার্বন করবেন।তৎসঙে মথুরা কাশী মন্দিরের চত্বরে দখলকারী দোকান পাট বাড়ী ঘর দখল উম্মুখ্যত ঘোষনা দেবেন।দিব্য কাশী ভব্য কাশী র দ্ধার প্রধান মন্ত্রী র হাত ধরেই হবে।উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত হবেন সারা রাজ্যের বি জে পির মুখ্য মন্ত্রী এবং মেয়রগন।প্রদেশ ভারতীয় জনতা পার্টির নির্দেশ অনুসারে বক্সনগর মন্ড লের উদ্যোগে রাধা মাধব ম ন্দির কলসীমুড়া এবং বক্সনগর রামঠাকুর মন্দির প্রাঙ্গণে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে নোংরা আর্বজনা পরিস্কার পরিচ্ছন্ন করেন এই মন্ড লের কার্য্যকতা গন।
আজ সকাল আট ঘটিকার সময় হইতে দশ ঘটিকা পর্যন্ত চলে কর্মসূচি।ষাট টি বিধান সভায় মধ্যেই চলবে স্বচ্ছ ভারত অভিযান।উক্ত দিব্য কাশী ভব্য কাশী কর্মসূচি তে অংশগ্রহণ করেন সিপাহীজলা জেলার দক্ষিণ অংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য মন্ড ল সভাপতি সুভাষচন্দ্র সাহা যুব মোর্চা র সভাপতি এবং বক্সনগর পঞ্চায়েত প্রধান রামঠাকুর ম ন্দিরের সম্পাদক শ্যামল দাস ও বি জি পির অন্যান্য শাখা সংঘটনের নেতৃত্বরা।
0 মন্তব্যসমূহ