সবুজ ত্রিপুরা
২৪ ডিসেম্বর
শুক্রবার
কদমতলাপ্রতিনিধিঃ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাইক ও ক্রুইজারের মুখোমুখী সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যাসায়ী যুবকের।
এতে গুরতর আহত হয়েছেন আরেক যুবক।ঘটনাটি সংঘঠিত হয়েছে পাথারকান্দি থানাধীন দেওলাখাল এলাকার আট নং জাতিয় সড়কে।মৃত যুবকের নাম আলী আহমদ ২৯ পিতার নাম আব্দুল লতিফ।
বাড়ি বারইগ্রাম এলাকার ইরালিগুলের বিনোদিনি গ্রামে।জানা গেছে গতকাল বিকেল ৩ টা নাগাদ ব্যবসায়িক কাজ শেষে মিজোরাম থেকে রাঙ্গামাটি হয়ে নিজের AS 11K 9098এএস নম্বরের হিরো বাইকে চেঁপে বাড়ির উদ্যেশ্যে রওয়ানা হন হতভাগ্য আলী।সঙ্গে ছিলেন উনার চাচাতুতো ভাই বদরুল হক ২৫।তাদের বাইকটি যখন দেওলাখাল এলাকায় অবস্থান করে তখন পাথারকান্দি থেকে আসা লোয়াইরপোয়াগামি AS10AC 1790 নম্বরের যাত্রী বোজাই ক্রুইজার গাড়িটি সড়কের বাঁক নিতে গিয়ে অর্তকিতে বাইকটিকে ধাক্কা দিলে বাইক সমেত চালক ও আরোহী সড়কের উপর লুটিয়ে পড়েন।
এতে মাথা ফেটে অত্যাধিক রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক কাম ব্যাবসায়ী আলী আহমদের।আহত হন চাচাতুতো ভাইও।ভয়াবহ দুর্ঘটনায় তাদের বাইকটিও দুমড়ে মুচড়ে যায়।এদিকে ঘটনার পর ক্রুইজার চালক গাড়ি রেখে গা ঢাকা দিতে সক্ষম হয়।পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করেন।তিনি বর্তমানে শিলচরে চিকিৎসাধীন বলে খবর পাওয়া গেছে।তার অবস্থা সংকটমুক্ত বলে পুলিশ জানিয়েছে।এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় জনগন সড়কে জমায়েত হয়ে অসম~ত্রিপুরা আট নং জাতিয় সড়কে অবরোধ গড়ে তুলেন।এমন খবর পেয়ে পাথারকান্দি ও সোনাখিরা পুলিশ অকুস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা চালায়।প্রায় একঘন্টা পর বুঝিয়ে সুজিয়ে সড়ক অবরোধ মুক্ত করতে সক্ষম হয় পুলিশ।এ ব্যাপারে সোনাখিরা পুলিশের ইনচার্জ সঞ্জিৎ সিনহা জানান যে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শকটবাহী গাড়িতে করে করিমগঞ্জ সিভিল হসপিট্যালে প্রেরণ করা হয়েছে।পাশাপাশি ঘাতক গাড়িটিকেও জব্দ করা হয়েছে।পলাতক ক্রুইজার চালককে ধরতে মাঠে নেমেছে পুলিশ।মৃত ব্যক্তির কাছ থেকে বেশকিছু নগদ টাকাও পাওয়া গেছে।টাকাগুলো বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।এ কান্ডে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তবে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারবর্গের হাতে এসে পৌছার নেই।
0 মন্তব্যসমূহ