পানিসাগর প্রতিনিধিঃ আজ নর্থ ডিস্ট্রিক্ট স্কুল স্পোর্টস বোর্ড এর উদ্যোগে জলাবাসা হাইয়ার সেকেন্ডারি স্কুল মাঠে অনুষ্ঠিত হলো মহিলা ফুটবল ও কাবাডি দলের সিলেকশন প্রক্রিয়া।
রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আজ ১৪ বছর উপরের মহিলা ফুটবল টিম এবং ১৭ বৎসর পুরুষ ও মহিলা কবাডি টিমের সিলেকশন প্রক্রিয়া তে অংশগ্রহণ করেন নর্থ ত্রিপুরার তিনটি সাব ডিভিশনের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এ বৎসরের মহিলা ফুটবল টিম, খোয়াই এ আয়োজিত
রাজ্যভিত্তিক প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এবং পুরুষ ও মহিলা কবাডি টিম অমরপুর রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবে। সিলেকশন পর্ব শেষ করে আগামীকল্য পানিসাগর রেলওয়ে স্টেশন থেকে প্রতিটা দল রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে যাত্রা করবে।
নর্থ ডিস্ট্রিক্ট স্কুল স্পোর্টস বোর্ডের শিক্ষকগণ আশাবাদী যে আজকের সিলেকশন টিম বিগত সেশন এর তুলনায় এবারে নর্থ ডিস্ট্রিকের ছাত্র-ছাত্রীরা রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় ভালো ফলাফল করতে পারবে।
0 মন্তব্যসমূহ