আগরতলা প্রতিনিধিঃখোয়াই জেলায় কমন রিভিউ মিশনে কেন্দ্রীয় প্ৰধিনিধি দল খোয়াই জেলায় কমন রিভিউ মিশন এর অন্তর্গত স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধি দল পরিদর্শনে এসেছেন।
উক্ত পরিদর্শনের সকল সদস্যগণ গত ১২ নভেম্বর খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে এক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদলের নয় জন সদস্য, জেলা শাসক শ্রীমতি স্মিতা মল, জেলা সভাধিপতি শ্রী জয়দেব দেববর্মা, জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ নির্মল সরকার এবং জেলা স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকরিকরা। বৈঠক শেষে প্রতিনিধি দলটি প্রথমেই খোয়াই জেলা হাসপাতাল পরিদর্শন করেন।
প্রতিনিধি দলটি জেলা হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, অক্সিজেন প্ল্যান্ট, আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা সহ অন্যান্য বিষয় সমূহ খতিয়ে দেখেন, তারপর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট, কর্মীবৃন্দ ও রােগীদের সাথে মত বিনিময় করেন। এরপর প্রতিনিধি দলটি জেলার অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলি পরিদর্শন করেন। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরােধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানাে হয়েছে।
0 মন্তব্যসমূহ