রাজ্যভিত্তিক অনূর্ধ ১৪, ১৭ এবং ১৯ যোগাসন প্রাতিযোগিতা শুরু-Sabuj Tripura

                                                                                                             ছবি - প্রতীকী ইন্টারনেট থেকে সংগৃহীত 
 

সবুজ ত্রিপুরা 
১৮ নভেম্বর
বৃহস্পতিবার

নিজেস্ব প্রতিনিধিঃরাজ্যভিত্তিক অনূর্ধ ১৪, ১৭, ১৯ বছর বয়সের বালক ও বালিকাদের যোগা প্রতিযোগিতা আজ সারুম মহকুমার মনুবাজারে বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে শুরু হয়েছে। মনুবাজারের বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে মঙ্গলদীপ 

জ্বেলে রাজ্যভিত্তিক যোগা প্রতিযোগিতার সুচনা করেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত। সহকারি জেলা সভাধিপতি বিভীষণ দাস, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজু ভাহিদ, পোয়াংবাড়ি পঞ্চায়েত 

সমিতির চেয়ারম্যান মণিবালা বৈদ্যও উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। অতিথিগণ তাদের বক্তব্যে রাজ্য সরকারের ক্রীড়া বিকাশের নানা কর্মসুচি তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলার যুব ও ক্রীড়া আধিকারিক খধতেশ শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতচীদ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রূপংকর দে। ৮টি জেলা এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল মিলে ১০৫ জন বালিকা এবং ৮৩ জন বালক এই যোগা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ১৮ নভেম্বর শেষ হবে যোগা প্রতিযোগিতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu