খোয়াইয়ে রাজ্যভিত্তিক অনূর্ধ ১৪ বালিকাদের ফুটবল প্রতিযোগিতা শুরু-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
১৮ নভেম্বর
বৃহস্পতিবার

নিজেস্ব প্রতিনিধিঃ বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আজ থেকে শুরু হয়েছে রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস অনূর্ধ ১৪ বালিকাদের ফুটবল প্রতিযোগিতা। বিকালে প্রদীপ জেলে রাজ্যভিত্তিক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন 

বিধায়ক প্রশান্ত দেববর্মা। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক প্রশান্ত দেববর্মী বলেন, মানুষের শরীর, মন, সুস্থ রাখতে ও ছাত্রছাত্রীদের লেখাপড়ার সাথে সাথে খেলাধুলা ও শরীর চর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানের সভাপতি তথা খোয়াই জিলা পরিষদের 

                     হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 

সভাধিপতি জয়দেব দেববর্মা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠরত অবস্থায় শরীরচর্চা ও ক্রীডায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রতিভা আরও বিকশিত করতে আহান জানান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব দেববর্মা) সমতল পাদ্মবিল পঞ্চায়েতের প্রধান ধনেশ্বর শীল, খোয়াই জেলা ক্রীড়া আধিকারিক কমলেন্দু শীল, ইয়ুথ প্রোগ্রাম অফিসার মধুসূদন দেববর্মা প্রমুখ। রাজ্যভিত্তিক অনুর্ধ ১৪ বালিকা ফুটবল প্রতিযোগিতায় রাজ্যের ৮টি জেলা থেকে খেলোয়ার অংশ নেন (১২৮ জন খেলোয়ার)। খেলা চলবে ১৮ নভেম্বর পর্ষস্ত।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu