আমবাসায় বালক ও বালিকাদের রাজ্যভীত্তক ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
১৮ নভেম্বর
বৃহস্পতিবার


নিজেস্ব প্রতিনিধিঃ দুদিনব্যাপা রাজ্যভিত্তিক অনূর্ধ ১৪, ১৭ ও ১৯ বছর বয়সের বালক ও বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা আজ থেকে ধলাই জেলার আমবাসায় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের হলে শুরু হয়েছে ।

এই প্রতিযোগিতা চলবে আগামীকাল পর্যন্ত। আজ বিকালে ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রদীপ প্রজ্জলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা দেহ, গোভেকার ময়ূর রতিলাল। উদ্বোধ্কের ভাষণে জেলাশাসক

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 

ও সমাহর্তা দেহ, মন ও শরীর গঠনে এই প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপঅধিকর্তা সমীর দেববর্মা শরীর ও মন সুস্থ রাখতে এই ক্রীড়া প্রতিযোগিতার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পানিসাগর মহকুমার ইয়ুথ প্রোগ্রাম অর্গানাইজার রতিরঞ্জন ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব বিজয় কুমার দেব। খেলোয়াডদের শপথ বাক্য পাঠ করান সোনালি দেববর্মা। রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রাজ্যের ৮টি জেলা থেকে ৯৬ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu