সবুজ ত্রিপুরা
১৮ নভেম্বর
বৃহস্পতিবার
নিজেস্ব প্রতিনিধিঃ বিশ্ব প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ধী কলাক্ষেত্রে এক সচেতনতামূলক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়।
মেন্টেইন্যান্স এন্ড ওয়েলফেয়ার অব পেরেন্টস এন্ড সিনিয়ার সিঁটিজেনস অআ্যক্ট-২০০৭ এর উপর আয়োজিত এই আলোচনাচক্রের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা। গোমতী জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা কার্ধালয়ের উদ্যোগে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
আয়োজিত এই আলোচনাচক্রের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতা জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। আলোচনাচক্রের উদ্বোধন করে সমাজকল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা বলেন, প্রবীণ নাগরিকদের সম্মান করা
সকলের নৈতিক কর্তব্য। সমাজের কোন বয়স্ক নাগরিক যাতে অবহেলার শিকার না হন সেদিকে আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে।তিনি বলেন, রাজ্য সরকার বয়স্ক নাগরিকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়েছে আলোচনাচক্রে গোমতী জিলা পরিষদের সভাধিপতি বিশ্ব প্রবীণ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। আলোচনাচক্রে আইনজীবী শেখর দেব মেন্টেইন্যান্স এন্ড ওয়েলফেয়ার অব পেরেন্টস এন্ড সিনিয়ার সিটিজেনস আইনের বিভিন ধারা উল্লেখ করে বক্তব্য রাখেন।
0 মন্তব্যসমূহ