তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী থানার পুলিশ প্রায় ২৩০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা 

৩০ নভেম্বর

মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ মঙ্গলবার সাত সকালে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বহিঃরাজ্যের UP15/DT,7879 নম্বরের একটি দূরপাল্লার লরি 

থেকে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী থানার পুলিশ প্রায় ২৩০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে।

সেই সঙ্গে গাড়িতে থাকা যথাক্রমে গাড়ির চালক আশীষ কুমার সহ-চালক  সুধীর কুমার  সহ অপর আরেক যুবক  উমেশ কুমার -কে আটক করে পুলিশ। 

                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


তাদের প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায় তারা এই শুকনো গাঁজা গুলো  রাজধানী আগরতলার দিক  থেকে লোডিং করে গৌহাটির উদ্দেশ্যে যাচ্ছিল।তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজা গুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১লক্ষ টাকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu