৩০ নভেম্বর
মঙ্গলবার
নিজেস্ব প্রতিনিধিঃ কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে আজ জাতীয় সেবা প্রকল্প ইউনিটের উদ্যোগে এক বিশেষ কোভিড টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. দীপক্কর চক্রবর্তী ও অন্যান্য অধ্যাপকগণ।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
শিবিরের উদ্বোধন করে মন্ত্রী মনোজ কান্তি দেব মহাবিদ্যালয়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, কোভিড অতিমারী মোকাবিলায় ভারত সরকার সকলকে বিনামুল্যে কোভিড টিকা দিচ্ছে।
তিনি আরও বলেন, কোভিড নিয়ন্ত্রণে আসলেও সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। তিনি এখনও যারা টিকা নেননি তাদের টিকা নেওয়ার জন্য আহান জানান। শিবিরে মোট ৬০ জনকে কোভিড টিকা দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ