তাছাড়াও জাতীয় খাদ্য সুরক্ষা মিশনে বকের ১৫ হেক্টর জমিতে সংকরজাতীয় ধান চাষে কৃষকদের সহায়তা দেওয়া হবে। এতে প্রতি হেক্টর ধানচাষে ব্যয় হয়েছে ৯ হাজার টাকা। চলতি অর্থবছরে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় ৪১৪ হেক্টর জমিতে উচ্চফলনশীল ধান চাষে কৃষকদের সহায়তা দেওয়া হবে। প্রতি হেক্টর উচ্চফলনশীল ধান চাষে ব্যয় হবে ৩ হাজার ৯১৮ টাকা।
এমজিএন রেগায় পদ্মবিল ব্লকে চলতি অর্থবছরে ৫১ হেক্টর জমিতে সুপারি চাষে ৯০ জন জনজাতি সুবিধাভোগীকে সহায়তা দেওয়া হয়েছে। এজন্য প্রতি হেক্টরে ব্যয় হয়েছে ১ লক্ষ ৯২ হাজার ৯৮৯ টাকা। পদ্মবিল কৃষি মহকুমা কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ