রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা পদ্মবিল ব্লকে সংকর জাতীয় ধান চাষে কৃষকদের সহায়তা-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা 

৩০ নভেম্বর

মঙ্গলবার

নিজেস্ব  প্রতিনিধিঃ পদ্মবিল ব্লকে চলতি অর্থবছরে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় আমন মরশুমে ৩৫০ হেক্টর জমিতে সংকরজাতীয় ধান চাষে কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে। 

ইতিমধ্যে ২৯৬ হেক্টর জমিতে সংকরজাতীয় ধানচাষে কৃষকদের সহায়তা দেওয়া হয়েছে। প্রতি হেক্টর সংকরজাতীয় ধান চাষে ব্যয় হয়েছে ৯ হাজার টাকা।

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

তাছাড়াও জাতীয় খাদ্য সুরক্ষা মিশনে বকের ১৫ হেক্টর জমিতে সংকরজাতীয় ধান চাষে কৃষকদের সহায়তা দেওয়া হবে। এতে প্রতি হেক্টর ধানচাষে ব্যয় হয়েছে ৯ হাজার টাকা। চলতি অর্থবছরে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় ৪১৪ হেক্টর জমিতে উচ্চফলনশীল ধান চাষে কৃষকদের সহায়তা দেওয়া হবে। প্রতি হেক্টর উচ্চফলনশীল ধান চাষে ব্যয় হবে ৩ হাজার ৯১৮ টাকা।

এমজিএন রেগায় পদ্মবিল ব্লকে চলতি অর্থবছরে ৫১ হেক্টর জমিতে সুপারি চাষে ৯০ জন জনজাতি সুবিধাভোগীকে সহায়তা দেওয়া হয়েছে। এজন্য প্রতি হেক্টরে ব্যয় হয়েছে ১ লক্ষ ৯২ হাজার ৯৮৯ টাকা। পদ্মবিল কৃষি মহকুমা কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu