বিশালগড় মহকুমা হাসপাতালে আশা ভরসা দিবস-Sabuj Tripura

 


 সবুজ ত্রিপুরা 

৩০ নভেম্বর

মঙ্গলবার

নিজেস্ব  প্রতিনিধিঃ সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা হাসপাতালের সেমিনার হলে গত ২৪ ও ২৬ নভেম্বর আশা ভরসা দিবস পালন করা হয়। 

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আশাকম্মীদের কাজের অগ্রগতি, শিশু যত্র, গর্ভবতী মায়েদের পুষ্টি, ০-৫ বছর বয়সের শিশুদের টিকাকরণ, আযানেমিয়া, ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগ প্রতিরোধমূলক বিষয়ে আলোচনা করা হয়। দুদিনের এই অনুষ্ঠানে ১৭২ জন আশাকমী ও ১১ জন আশা ফেসিলিটেটর অংশ নেন। 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

তাছাড়াও অনুষ্ঠানে ই-শ্রম কার্ড নিয়ে আলোচনা করেন শ্রম পরিদর্শক পার্থ ভট্টাচার্য। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক, আশা নোডাল অফিসার ও আশা প্রোগ্রাম অফিসার। জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu