নিজেস্ব প্রতিনিধিঃ পশ্চিম ত্রিপুরা জেলার জন্মেজয়নগর এস বি স্কুল ও জিরানীয়া খলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত ২৬ নভেম্বর তামাক নিয়ন্ত্রণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খেরেংবার সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় তামাক ব্যবহারের খতিকারক দিক নিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ আলোচনা করেন।
আলোচনা সভায় এ বিষয়ে আলোচনা করেন খেরেংবার সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের ডা. মিনতী দেববর্মা, জেলার ডিশ্টিক্ট কনসালটেন্ট অন্লান দেব, কমিউনিটি হেলথ অফিসার সুস্মিতা ভৌমিক, এএনএম কৃষ্ণা ভট্টাচার্য ও বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্যগণ।
আলোচনা সভায় তামাক নিয়ন্ত্রণে কোটপা আইন সম্পর্কে সকলকে অবহিত করা হয় ও তামাক নিয়ন্ত্রণ সম্বলিত প্রচারপত্র বিতরণ করা হয়। জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ