অবসর প্রাপ্ত কেন্দ্রিয় সেনাবাহিনী দুলাল সরকারের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বিলোনিয়াতে-Sabuj Tripura

 


 সবুজ ত্রিপুরা 

৩০ নভেম্বর

মঙ্গলবার

নিজেস্ব  প্রতিনিধিঃ  ঘটনার বিবরণে জানাযায় যে সোমবার রাত ‌নয়টা নাগাদ বিলোনিয়া ঝড়ঝড়ি এলাকায় । বিলোনিয়া সাড়াসীমা আশিফুট রাস্তার মাথায় বাড়ি দুলাল সরকারের । 

দুলাল সরকার ছিল অবসরপ্রাপ্ত কেন্দ্রিয় আধাসামরিক বাহিনীর কর্মচারী । প্রায় সময়ই নেশায় আসক্ত থাকতেন বলে‌ জানা যায় । সোমবার রাত্র নয়টা নাগাদ ঝরঝরি ‌এলাকার রাস্তার ‌পাশে দুলাল সরকারকে পরে থাকতে দেখে দুই জন শ্রমিক । 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এই দুই জন শ্রমিক দুলাল সরকারকে পরে থাকতে দেখে মানবিকতার টানে একটি গাড়িতে করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে । 

হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক দুলাল সরকারকে মৃত বলে‌ ঘোষনা করেন । খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে থানা থেকে পুলিশ ছুটে যায় বিলোনিয়া হাসপাতালে । ধারনা করা হচ্ছে নেশাসক্ত হয়ে মৃত্যু হয় শরীরে কোন আঘাতের চিহ্ন নেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu