কলকলিয়া উচ্চ বিদ্যালয়ে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে সনাক্তকরণ শিবির-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা 

৩০ নভেম্বর

মঙ্গলবার

নিজেস্ব  প্রতিনিধিঃ সিপাহীজলা জেলার কলকলিয়া উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে এক সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। 

শিবিরে বিদ্যালয়ের ৯০ জন ছাত্রছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮ জনের দাতের সমস্যা ও ২ জনের স্কিনের সমস্যা সনাক্ত করা হয়। শিবিরে তাদের চিকিৎসা করে প্রয়োজনীয় ওষধ দেওয়া হয়। 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

শিবিরে উপস্থিত ছিলেন ডা. সম্রাট দেববর্মা, ডা. জিলাম দাস ও আযাডোলসেন্ট কাউন্সিলার পাপড়ি লোধ। 

শিবিরে চিকিৎসক ও স্বাস্থ্যকম্মীগণ স্বাস্থ্য সচেতনতা ও বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu