নিজেস্ব প্রতিনিধিঃসিপাহীজলা জেলার কলকলিয়া উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে এক সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে বিদ্যালয়ের ৯০ জন ছাত্রছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮ জনের দাতের সমস্যা ও ২ জনের স্কিনের সমস্যা সনাক্ত করা হয়। শিবিরে তাদের চিকিৎসা করে প্রয়োজনীয় ওষধ দেওয়া হয়।
শিবিরে উপস্থিত ছিলেন ডা. সম্রাট দেববর্মা, ডা. জিলাম দাস ও আযাডোলসেন্ট কাউন্সিলার পাপড়ি লোধ।
শিবিরে চিকিৎসক ও স্বাস্থ্যকম্মীগণ স্বাস্থ্য সচেতনতা ও বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।
0 মন্তব্যসমূহ