পাঞ্জাব ন্যাশনাল ব্যাঞ্কের উদ্যোগে স্বনির্ভর শিবির অনুষ্ঠিত-Sabuj Tripura


 সবুজ ত্রিপুরা 

২৯ নভেম্বর

সোমবার

নিজেস্ব প্রতিনিধিঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঞ্কের সোনামুড়া শাখার উদ্যোগে সম্প্রতি সোনামুড়া মহকুমার এন সি নগর গ্রামপঞ্চায়েত

কার্যালয়ে স্বনির্ভর শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ১৫ জনকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও ১২ জনকে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার আওতায় আনা হয়েছে। তাছাড়া শিবিরে কিষাণ ক্রেডিট কার্ডে খণের জন্য ৬টি আবেদন পত্র গ্রহণ করা হয়েছে। 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 

তাছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জুমেরঢেপা শাখার উদ্যোগে সোনামুড়া মহকুমার লক্ষ্মনঢেপা গ্রামপঞ্চায়েত কার্যালয়ে স্বনির্ভর শিবির অনুষ্ঠিত হয়। 

শিবিরে ৭০ জনকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও ৪ জনকে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার আওতায় আনা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu