তেলিয়ামুড়া পুরপরিষদের তিনটি ওয়ার্ডে ১৪৪ ধারা জারি -Sabuj Tripura


 সবুজ ত্রিপুরা 

১৯ নভেম্বর
শুক্রবার

নিজেস্ব প্রতিনিধিঃ তেলিয়ামুড়ার মহকুমা শাসক মহম্মদ সাজাদ পি আজ এক আদেশে তেলিয়ামুড়া পুরপরিষদের ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আজ থেকে ১৪৪ ধারা জারি করেছেন৷

এই আদেশ আগামী ২৪ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশে বলা হয়েছে, তেলিয়ামুড়া পুরপরিষদের এই ওয়ার্ডগুলিতে বিনা অনুমতিতে ৪ জনের অধিক লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

                     হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 

তবে সরকারি কর্মচারি, পুলিশ, আধাসামরিক বাহিনী, সরকারি ও বেসরকারি কার্যালয়, বাজার এলাকা এই বিধিনিষেধের বাইরে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu