নিজেস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বিকেলে পশ্চিম ভুবনবনে প্রস্তাবিত স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মিশন কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে
প্রথমেই তিনি স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মিশন কলেজে বিশ্বশান্তি যজ্ঞে রাজ্যবাসীর সার্বিক কল্যাণে ঘৃতাহুতি করেন। এরপর কাঠিয়াবাবা মিশন কলেজের পক্ষ থেকে ড.
বৃন্দাবন বিহারী দাস কাঠিয়াবাবা মহারাজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে উত্তরীয় প্রদান এবং শুভেচ্ছা স্মারক সহযোগে বরণ করে নেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য ।
0 মন্তব্যসমূহ