সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বাইক আরোহী এক মহিলা-Sabuj Tripura

 



সবুজ ত্রিপুরা 

২৪ নভেম্বর

বুধবার

পানিসাগর প্রতিনিধিঃ গতকাল-সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো স্কুল ছাত্রের মা। সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পথে পথ দূর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু জন্মদাত্রী মায়ের। মৃত মহিলার নাম লেংথামাই হালাম ওরফে 

জাকই(২৭)।ঘটনাটি সংঘটিত হয়েছে পানিসাগর থানাধীন খাসিয়াবাড়ি এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের উপর। স্থানীয় থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে।

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


ঘটনার বিবরণে প্রকাশ,উত্তর জেলার পানিসাগর থানাধীন দেওছড়া খাসিয়াবাড়ি গ্রীফ্ সংলগ্ন আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নিজের পালসার বাইকে করে প্রতিদিনের মত মঙ্গলবার সকালবেলা স্বামী সহ দুটি বাচ্চাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওয়ানা দেন লেংথামাই হালাম ওরফে জাকই।জলবাসা স্হিত পাথরটিলার নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে খাসিয়াবাড়ী গ্রিফ সংলগ্ন এলাকায় আসতেই আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর চলন্ত কোন এক লরি পালসার বাইকটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।তাতে স্বামী সহ দুই সন্তান ও লেংথামাই পিচ রাস্তার উপর ছিটকে পড়েন।আর বাইক থেকে পিচ রাস্তায় পড়ে প্রচন্ড মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী লেংথামাই হালাম ওরফে জাকই।যদিও ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ এসে আহতদের তিলথই হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক লেংথামাইকে মৃত বলে ঘোষণা করেন।

পাশাপাশি স্বামী সহ দুই সন্তানও অল্পবিস্তর আঘাত প্রাপ্ত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দূর্ঘটনা গ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি একটি পথ দূর্ঘটনার মামলা হাতে নিয়ে ঘাতক লরিটির খোঁজে তল্লাশি জারি রেখেছে স্হানীয় থানার পুলিশ।সাথে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পানিসাগর থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu