পানিসাগর প্রতিনিধিঃ গতকাল বেলা ১১:৩০ ঘটিকায় কাঞ্চনপুর মহকুমার, কাঞ্চনপুর দ্বাদশমান বিদ্যালয়ের স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ। তাদের দাবী কিছুদিন
পূর্বে তাদের জানানো হয় ৪০ মার্ক এর পরীক্ষা হবে, কিন্তু আজ বিদ্যালয়ে এসে জানতে পারে ৪০ এর পরিবর্তে ৮০মার্ক এর পরীক্ষা হবে। সে বিষয়টা মানতে না পারায় তারা আন্দোলন শুরু করে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারত ভূষণ চাকমা মহাশয়ের সঙ্গে কথা বললে উনি
পরিষ্কার ভাষায় জানান উনি কিছুই জানেন না, উনার সাথে পরীক্ষা সক্রান্ত বিষয়ে নিয়ে স্কুল ছাত্র ছাত্রীরা কিংবা অভিবাকরা কোনো অভিযোগ জানাননি। কোনো কিছুই না জানিয়ে তারা রাস্তা অবরোধ করে। পরবর্তীতে ঘটনাস্থলে
উপস্থিত হন দশদা- কাঞ্চনপুর আসনের এম ডি সি মাননীয় শৈলেন্দ্র দেবনাথ মহাশয় এবং পুলিশ বাহিনী। পরবর্তীতে এই বিষয় নিয়ে ক্ষতিতে দেখবেন বলে আশ্বস্থ করলে স্কুল ছাত্র ছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়।
0 মন্তব্যসমূহ