আগরতলা পুর নিগমের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন ২০১ জন প্রাথী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

২৪ নভেম্বর

বুধবার

নিজেস্ব প্রতিনিধিঃ আগরতলা পুর নিগমের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন ২০১ জন প্রার্থী। এর মধ্যে ভারতীয় জনতা পার্টির ৫১ জন, সিপিআই”র ৩ জন, সিপিআই(এম)”র ৪০ জন, ভারতীয় জাতীয় কংগ্নেসের ৩৩ 

জন, সারা ভারত ফরওয়ার্ড রকের ১জন, আমরা বাঙালীর ৪ জন, আরএসপি”র ২ জন, এস ইউ সি আই”র ৫জন, সারা ভারত তৃণমূল কংগ্রেসের ৫১ জন ও ১১ জন নির্দল প্রাথী প্রতিদ্ন্দিতায় রয়েছেন। আগরতলা পুর নিগমের নির্বাচনে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ৪৩৯ টি। ইতিমধ্যেই ভোটগ্রহণ 

                          হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

কমীদের দুই পর্যায়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। আগরতলা পুর নিগমের নির্বাচনে ৩ জন পর্যবেক্ষক ও ৫৪ জন সেক্টর অফিসার নিযুক্ত করা হয়েছে। মোট ভোটগ্রহণ কর্মী রয়েছেন ২৫২৫ জন। মোট ভোটার ৩ লক্ষ ৪৫ হাজার ২৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭০ হাজার ৪৬৭ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৭৪ হাজার ৭৫৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৪ জন।গত ১৯-২০ নভেম্বর উমাকান্ত 

একাডেমি স্কুলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোট দিয়েছেন ২,৪৫৪ জন। সদর মহকুমা শাসক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu