নিজেস্ব প্রতিনিধিঃআগামী ৩ ডিসেম্বর ধলাই জেলার জেলা দিব্যাঙ্গণ পুনর্বাসন কেন্দ্রের প্রাঙ্গণে জেলাভিত্তিক বিশ্ব দিব্যাঙ্গ দিবস অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আলোচনাচক্র,
রেলি ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর, জেলা প্রশাসন ও জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের
আয়োজন করা হবে। সম্প্রতি জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা অজিত শুরুদাসের সভাপতিত্রে অনুষ্ঠিত এক সভায় জেলাভিত্তিক বিশ্ব দিব্যাঙ্গ দিবস উদযাপন সুষ্ঠুভাবে
সম্পন্ন করতে একটি পরিচালন কমিটি গঠন করা হয়েছে। পরিচালন কমিটির চেয়ারম্যান হয়েছেন জেলাশাসক ও সমাহর্তা গোভেকর ময়ুর রতিলাল। আহায়ক হয়েছেন জেলা দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রের সদস্য সচিব ডা. সঞ্জয় বিশ্বাস। তাছাড়াও সভায় ৫টি উপকমিটি গঠন করা হয়।
0 মন্তব্যসমূহ