অটল জলধারা মিশনে অমরপুর মহকুমায় পানীয়জলের সংযোগ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

২৬ নভেম্বর

শুক্রবার

নিজেস্ব প্রতিনিধিঃ অটল জলধারা মিশনে অমরপুর মহকুমায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত ১ হাজার ৮০৩টি পরিবারে বিনামূল্যে পানীয়জলের সংযোগ পৌছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অটল জলধারা মিশনে গত অর্থবছরে অমরপুর মহকুমায় ৫ হাজার ১৮৩টি পরিবারে পানীয়জলের সংযোগ পৌছে দেওয়া হয়। তাছাড়াও জলজীবন মিশনে মহকুমার প্রান্তিক এলাকাগুলিতে পানীয়জলের উৎস সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

                        হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

মহকুমার মালবাসা, পূর্ব সরবং, সরবং, পশ্চিম ডলুমা, পূর্ব ডলুমা, পাহাড়পুর এলাকায় গভীর নলকুপ ও ক্ষুদ্ধ নলকৃপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে৷ মহকুমার পূর্ব ডলুমা 

ভিলেজের রাবার কলোনীতে ইতিমধ্যেই একটি ক্ষুদ্ধ নলকুপ খনন করা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ৫ লক্ষ টাকা। মহকুমা পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu