জিবিপি হাসপাতালের চক্ষু বিভাগে ৫৮ জনের চোখের ছানির অস্ত্রোপচার-Sabuj Tripura
সবুজ ত্রিপুরা ২৬ নভেম্বর
শুক্রবার
নিজেস্ব প্রতিনিধিঃ জিবিপি হাসপাতালে সাফল্যের সঙ্গে ধারাবহিকভাবে চক্ষু রোগীদের বিভিন্ন অস্ত্রোপচার করা হচ্ছে। ২৩ নভেম্বর ২০২১ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল
কলেজ আ্যান্ড জিবিপি হাসপাতালে ৫৮ জনের চোখের ছানির অস্ত্রোপচার করা হয়। জিবিপি হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ফণী
সরকারের নেতৃত্বে মেডিকেল টিম এই অস্ত্রোপচারগুলি করেন।বর্তমানে সকলেই সুস্থ আছেন। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ