পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের অর্থবিষয়ক স্থারী কমিটির সভা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

২৬ নভেম্বর

শুক্রবার

নিজেস্ব প্রতিনিধিঃ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভা গৃহে গতকাল জেলা পরিষদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাপতি অন্তরা সরকার (দেব)। উপস্থিত ছিলেন 

স্থায়ী কমিটির সদস্য ও সদস্যা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সভায় লিড ব্যাঙ্কের প্রতিনিধি জানান, ২০২১-২২ অর্থবর্ষের ১ অক্টোবর পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় ২০ হাজার ৭৯২ জনকে বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে বিভিন্ন ব্যবসায় আত্মনির্ভর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় খণ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ধণের মধ্যে ১৪ হাজার ৪২২ জনকে ৫০ হাজার টাকা করে, ৬১০৭ জনকে ৫০ হাজারের অধিক এবং ২৬৩ জনকে ৫ লক্ষাধিক টাকা পর্যন্ত খণ দেওয়া হয়েছে। সভায় জেলা গ্রাম উন্নয়ন সংস্থার আধিকারিক জানান, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ইতিমধ্যে আরও ১০ জনের খণের আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে ৮ জনের খণের আবেদন মঞ্জুর করা হয়েছে। সভায় সমবায় ও পরিসংখ্যান দপ্তরের প্রতিনিধিগণও তাদের দপ্তরের বিভিন্ন কর্মসুচি নিয়ে আলোচনা করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu