সম্পন্ন করতে ১৪৪ ধারা জারি-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

২৬ নভেম্বর

শুক্রবার

নিজেস্ব প্রতিনিধিঃ কুমারঘাট পুরপরিষদের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক কুমারঘাট পুর এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন। ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পুর এলাকায় এই ধারা বলবৎ থাকবে। এই আদেশে বলা হয়েছে, 

পাঁচ জনের অধিক এক সাথে জড়ো হতে পারবে না। কোনও ব্যক্তি লাঠি সোটা, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, বাঁশ ইত্যাদি হাতে বা যানবাহনে বহন করতে পারবেন না। যানবাহনে কোনও 

প্রকার অবৈধ সামগ্রী, আগ্রেয়ান্ত্র, গোলাবারুদ নিয়েও কেউ চলাফেরা করতে পারবেন না। ২৮ নভেম্বর, ২০২১ ইং ভোট গণনার দিন ভোট গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ছিক্রযান সহ কোনও প্রকার যানবাহন নিয়ে প্রবেশ করতে পারবেন না। ভোট গণনা কেন্দ্রের ২০০ মিটারের বাইরে 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

প্রয়োজন বোধে কর্তব্যরত পুলিশ যে কোনও যানবাহনে তল্লাসি করতে পারবে। এই আদেশ আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত পুলিশ, বিএসএফ, টিএসআর, সিআরপিএফ ও অন্যান্য আইন প্রণয়নকারীদের ক্ষেত্রে কার্যকর হবে না৷ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu