২৬ নভেম্বর সংবিধান দিবস উদ্যাপন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

২৬ নভেম্বর

শুক্রবার

নিজেস্ব প্রতিনিধিঃ ভারতের স্বাধীনতার ৭৫তম বছর হিসেবে এবছর আজাদি কা অমৃত মহোৎসব পালন করা হচ্ছে৷ এরই অঙ্গ হিসেবে দেশের সংবিধান গ্রহণের দিনটির 

স্মরণে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামীকাল ২৬ নভেম্বর সকাল ১১টায় সংবিধান দিবস পালন করা হবে। সংবিধান দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত দেশের মুল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সংসদের কেন্দ্রীয় হল থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 

                              হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


সকল জনগণের অংশগ্রহণের মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করাবেন। এই প্রস্তাবনা পাঠের অনুষ্ঠান দিল্লি থেকে সংসদ টিভি, দুরদর্শন ও অন্যান্য টিভি চ্যানেল এবং অনলাইন পোর্টালে সরাসরি সম্প্রচারিত হবে। সংসদের কেন্দ্রীয় হলের এই অনুষ্ঠানে ভারতের উপরাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ, কেন্দ্রীয় মন্ত্রীগণ ও সাংসদগণ উপস্থিত থাকবেন। অনলাইনে ২২টি সরকারি ভাষা ও ইংরেজিতে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হবে। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তারা একটি শংসাপত্র পাবেন। আগামীকাল সংবিধান দিবস রাজ্যেও একই সঙ্গে মহাকরণ এবং বিভিন্ন জেলাশাসকের কার্যালয়গুলি থেকে প্রস্তাবনার 

গণপঠন একযোগে অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ১১টায় মহাকরণ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ সংবিধানের প্রস্তাবনার গণপঠনে অংশগ্রহণ করবেন। বিভিন্ন সরকারি ও সরকার অধিগৃহীত সংস্থার অফিসেও এই প্রস্তাবনা পাঠ হবে একই সময়ে। সকল নাগরিকদেরকেও এই প্রস্তাবনা পাঠে অংশগ্রহণ করতে সরকারের পক্ষ থেকে আহান জানানো হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu