মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা তেলিয়ামুড়া মহকুমায় মোরগ পালনে সহায়তা-Sabuj Tripura


 সবুজ ত্রিপুরা 

২৩ নভেম্বর

মঙ্গলবার

নিজেস্ব প্রতিনিধিঃ তেলিয়ামুড়া মহকুমায় মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ১০৭টি পরিবারকে মোরগ পালনে সহায়তা দেওয়া হয়েছে৷ মহকুমার মাইগঙ্গা কমিউনিটি হলে গতকাল এক অনুষ্ঠানে সুবিধাভোগী 

পরিবারগুলির হাতে ১০টি করে মোরগের ছানা ও ২ কেজি করে মোরগের খাদ্য তোলে দেওয়া হয়। বিধায়ক ডা. অতুল দেববর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। মহকুমার মাইগঙ্গা, দক্ষিণ কৃষ্ণপুর ও মধ্যকৃষ্ণপুর গ্রামপঞ্চায়েতের 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

১০৭টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির সদস্য নিরোদ বরণ দাস, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সহঅধিকর্তা ডা. উত্তম সাহা প্রমুখ। সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu