নিজেস্ব প্রতিনিধিঃতেলিয়ামুড়া মহকুমায় মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ১০৭টি পরিবারকে মোরগ পালনে সহায়তা দেওয়া হয়েছে৷ মহকুমার মাইগঙ্গা কমিউনিটি হলে গতকাল এক অনুষ্ঠানে সুবিধাভোগী
পরিবারগুলির হাতে ১০টি করে মোরগের ছানা ও ২ কেজি করে মোরগের খাদ্য তোলে দেওয়া হয়। বিধায়ক ডা. অতুল দেববর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। মহকুমার মাইগঙ্গা, দক্ষিণ কৃষ্ণপুর ও মধ্যকৃষ্ণপুর গ্রামপঞ্চায়েতের
১০৭টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির সদস্য নিরোদ বরণ দাস, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সহঅধিকর্তা ডা. উত্তম সাহা প্রমুখ। সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ।
0 মন্তব্যসমূহ