করবুক মহকুমায় বিশ্ব মৎস্য দিবস উদযাপন-Sabuj Tripura


 সবুজ ত্রিপুরা 

২৩ নভেম্বর

মঙ্গলবার

নিজেস্ব প্রতিনিধিঃ মৎস্য দপ্তরের করবুক মহকুমা কার্যালয়ের উদ্যোগে গতকাল এক অনুষ্ঠানে বিশ্ব মৎস্য দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। করবুক রকের বিএসি হলে আয়োজিত এই 

কর্মশালার উদ্বোধন করেন বিধায়ক বৃর্বামোহন ত্রিপুরা। কর্মশালায় মহকুমার ৫০ জন মৎস্যচাবী অংশ নেন। কর্মশালায় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় ৩ জন মৎস্যচাষীকে ভর্তুকিতে মাছ পরিবহণ করার জন্য তিন চাকা বিশিষ্ট অটো রিক্সা ও আইস বক্স দেওয়া হয়েছে। প্রতিটি অটোরিক্সা ও আইস বক্সের জন্য ১ লক্ষ ৮০ হাজার 

                     হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


টাকা সরকারি ভর্তুকি দেওয়া হয়েছে। তাছাড়া দপ্তরের নিজস্ব পরিকল্পনায় ৩৪ জন মৎস্যচাষীকে মাছ ধরার কনি জালও দেওয়া হয়। এজন্য ব্যয় হয়েছে ৭৪ হাজার ৮০০ টাকা। অনুষ্ঠানে ৩ জন প্রগতিশীল মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করবুক ব্লকের বিডিও ডেভিড হালাম, করবুক মহকুমার মৎস্য তত্ত্বাবধায়ক অজিত দেববর্মা, মৎস্যআধিকারিক রিজয়েস উচুই, সমাজসেবী কমল দেওয়ান প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu