পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতে এক বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত-Sabuj Tripura


 সবুজ ত্রিপুরা 

২৯ নভেম্বর

সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ গ্রামীণ এলাকা দেশের অর্থনীতির মূল ভিত্তি। তাই গ্রামীণ এলাকাকে আধুনিকতর করে তুলতে হবে। 

এরই অঙ্গ হিসেবে সোমবার তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনস্থ পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতে এক বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়। এই বিশেষ গ্রাম সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন যমুনা দাস, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ, খোয়াই জেলা পরিষদের সদস্য সত্যেন্দ্র চন্দ্র  দাস, পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শিলা দেববর্মা, ব্লক এলাকার সব কটি সরকারি দপ্তরের আধিকারিক সহ পঞ্চায়েতের মানুষজন।

                     হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 

পঞ্চায়েত বাসীদের নিয়ে বিশেষ গ্রামসভার উন্নয়ন সমূহ নিয়ে আলোচনা হয়। বিগত দিনে কতটা উন্নয়ন হয়েছে এবং আগামী দিনে কি কি উন্নয়নমূলক কাজ হবে সেই বিষয়ে আলোচনা করা হয়। এর মধ্যে এই পঞ্চায়েতের বিদ্যুতায়ন, রাস্তাঘাট, পানীয় জল সহ একাধিক উন্নয়নের রূপরেখা তৈরি করা হবে। এছাড়াও পঞ্চায়েতে বাসীর বিভিন্ন সমস্যার বৃত্তান্ত জানাবেন। আদতে এলাকাবাসীদের মতামত নিয়েই হবে পঞ্চায়েত এলাকার উন্নয়ন।

পরে খোয়াই জেলা পরিষদের সদস্য সত্যেন্দ্র চন্দ্র দাস জানান পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা এবং আগামী দিনে উন্নয়ন নিয়ে আলোচনা হবে এই বিশেষ গ্ৰাম সভায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu