পানিসাগরে চিংড়ি মাছ চাষে সহায়তা-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
১৮ নভেম্বর
বৃহস্পতিবার

নিজেস্ব প্রতিনিধিঃপানিসাগর মহকুমায় চলতি অর্থবছরে গলদা চিংড়ি ও কার্পজাতীয় মাছ চাষে ২৭ জন মংস্যচাষীকে সহায়তা দেওয়া হয়েছে। মহকুমার পানিসাগর 

ব্লকের ১৫ জন ও দামছড়া রকের ১২ জন মংস্যচাষী এই কর্মসূচির আওতায় এসেছেন। মৎস্যচাষীদের ৮০০টি করে গলদা চিংড়ির পোনা ও ১৬০০ টি করে কার্পজাতীয় মাছের পোনা দেওয়া হয়েছে। তাছাড়াও মতস্যচাষীদের মাছচাষের

 

                  হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 

সহায়ক সামগ্রী ও দেওয়া হয়েছে। এই কর্মসুচি রূপায়ণে ব্যয় হয়েছে ৩ লক্ষ ২৪ হাজার টাকা। পানিসাগর মহকুমা মৎস্য তত্বাবধায়ক কার্ধালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu