নিজেস্ব প্রতিনিধিঃতেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে গত ১৬ নভেম্বর প্রাণীপালনে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠত হয়। বিধায়ক ডা. অতুল দেববর্মা প্রশিক্ষণ
শিবিরের উদ্বোধন করেন। প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে বিধায়ক শ্রী দেববর্মা বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণীসম্পদ এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তাই রাজ্যে প্রাণীপালকদের উন্নত প্রথায় প্রাণীপালনে প্রশিক্ষণ দেওয়ার উপর অগ্রাধিকার দিয়েছে সরকার। প্রশিক্ষণ শিবিরে তেলিয়ামুড়া বকের ১০০ জন প্রাণীপালক অংশ নেন।
প্রশিক্ষণ শিবিরে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির সদস্য নিরোদ দাস। শিবিরে উন্নত প্রথায় প্রাণীপালনে প্রশিক্ষণ দেন খোয়াই জেলা প্রাণীসম্পদ বিকাশ কার্যালয়ের উপঅধিকর্তা রাধেশ্যাম দাস ও মহকুমা প্রাণীসম্পদ বিকাশ কার্যালয়ের সহ অধিকর্তা উত্তম সাহা।
0 মন্তব্যসমূহ