তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ে শনিবার সবকটি রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক করেন মহকুমা শাসক -Sabuj Tripura



সবুজ ত্রিপুরা 

২৭ নভেম্বর
শনিবার

তেলিয়ামুড়া  প্রতিনিধিঃ তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনে ভোট গণনা শুরু হবে রবিবার সকাল আটটা থেকে তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ে। 

শান্তিপূর্ণভাবে ভোট গণনার জন্য তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে শনিবার সবকটি রাজনৈতিক দলের 

নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক করেন তেলিয়ামুড়া মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার মোঃ সাজ্জাদ পি। এদিকে গণদেবতাদের মহা মূল্যবান ভোট  ই.ভি.এম মেশিন  স্ট্রং 

                        হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

রুমে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে রয়েছে। রিটার্নিং অফিসার জানিয়েছেন রবিবার সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা। ৭ টি টেবিলে হবে গণনা। এই গণনা প্রক্রিয়া চার রাউন্ড হবে। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে চলবে রবিবার ভোট গণনার কাজ। ভোট গণনার পর সর্বত্রে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা হয় তার জন্য সবকটি রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক মোঃ সাজ্জাদ পি।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu