পুরনির্বাচনের ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় রাজ্য নির্বাচন কমিশনারের অভিনন্দন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

২৯ নভেম্বর

সোমবার

নিজেস্ব প্রতিনিধিঃ আগরতলা পুরনিগম সহ রাজ্যের ৮টি পুরপরিষদ এবং ৫টি নগর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আজ অনুষ্ঠিত হয়। 

মোট ১৬টি গণনা কেন্দ্রে আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর, ২০২১ আগরতলা পুরনিগম, রাজ্যের ৮টি পুরপরিষদ এবং ৫টি নগর পঞ্চায়েতের ২২২টি ওয়ার্ডের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিলো। 

                         হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 

এরমধ্যে ২১৭টি ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি, ১টি ওয়ার্ডে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ৩টি ওয়ার্ডে সিপিআই(এম) ও ১টি ওয়ার্ডে নির্দল প্রার্থী জয়ী বলে ঘোষিত হয়েছেন।

রাজ্য নির্বাচন কমিশনার মানিক লাল দে ভোটগণনা পর্ব সুষ্ঠুভাবে কর্মচারীবৃন্দ, নিরাপত্তা বাহিনীর আধিকারিক ও জওয়ান এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, এজেন্ট ও মিডিয়ার সকল প্রতিনিধিদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu