নিজেস্ব প্রতিনিধিঃ আগামী ১-৩ ডিসেম্বর তিনদিন ব্যাপী রাজ্যভিত্তিক অনুর্দ্ধ ১৭ বছর বালক ও বালিকাদের বাক্কেটবল প্রতিযোগিতা চড়িলাম দ্বাদশ স্কুলের
বাক্কেটবল কোর্টে অনুষ্ঠিত হবে। স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত এই প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে সম্প্রতি চড়িলাম দ্বাদশ স্কুলের হলঘরে যুব বিষয়ক ও ত্রীড়া দপ্তরের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, সেদিন দুগুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার
উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী যীষণণ দেববর্মা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রস্তুতি কমিটির সভায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ৯ পঞ্চায়েত সমিতির
চেয়ারপার্সন অঞ্জনা দেবনাথ, চড়িলাম দ্বাদশ স্কুলের এস এম সি চেয়ারম্যান শ্যামল দেবনাথ, চড়িলাম দ্বাদশ স্কুলের প্রধান শিক্ষিকা সুন্দিতা দেববর্মা, সমাজসেবক অমল দেবনাথ, যুব বিষয়ক ও ত্রীড়া দপ্তরের উপঅধিকর্তা ড. ভারতী নিগম প্রমুখ।
0 মন্তব্যসমূহ