কিষান মোর্চার অন্যতম সহ-সভাপতি শ্রী অনন্তহরি জমাতিয়া শ্বাসকষ্টজনিত কারণে দেহত্যাগ -Sabuj Tripura


  সবুজ ত্রিপুরা 

২৭ নভেম্বর
শনিবার

পানিসাগর প্রতিনিধিঃ ২৫ নভেম্বর সকাল ১০:৩০ মিনিটে আগরতলার  আইএলএস হাসপাতালে প্রদেশ কিষান মোর্চার অন্যতম সহ-সভাপতি শ্রী অনন্তহরি জমাতিয়া শ্বাসকষ্টজনিত কারণে  দেহত্যাগ করেন। তিনি ২০১৭ সাল 

থেকে কিষান মোর্চার সাথে যুক্ত ছিলেন এবং ২০২০ সালে তিনি সহ-সভাপতি পদে নিযুক্ত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। 

অমরপুরের বুরবুরিয়া গ্রামে তার মৃত্যুর খবর শুনে কিষান মোর্চার মণ্ডল এবং জেলাস্তরের কার্যকর্তারা উপস্থিত হয়ে শেষ বারের মত ভারতীয় জনতা 

                     হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 

পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করেন। কিষান মোর্চার প্রদেশ সভাপতি শ্রী জওহর সাহা উনার মৃত্যুতে শোক প্রকাশ করেন। উনার তিন পুত্রই আজ প্রতিষ্ঠিত এবং এক কন্যা বর্তমানে আই  জি এম এ ডাক্তার হিসেবে কর্মরত। উনার প্রয়ানে প্রদেশ কিষান মোর্চা গভীরভাবে মর্মাহত এবং শোকাহত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu