তুলাতুলি বাড়ি এডিসি ভিলেজে বাড়ি বাড়ি গিয়ে কোভিড- ১৯ টিকা প্রদান-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 

 নভেম্বর

সোমবার

নিজেস্ব প্রতিনিধিঃ সিপাহীজলা জেলার নিদয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত তুলাতুলি বাড়ি এডিসি ভিলেজে গত ১৯ নভেম্বর স্বাস্থ্যকমীরা বাড়ি বাড়ি গিয়ে কোভিড-১৯ টিকা প্রদান করেন। উক্ত কর্মসূচিতে মোট ৫৭ জনকে 

কোভিড-১৯ টিকাকরণ করা হয়। এরমধ্যে ১৮ বছরের উর্ধে প্রথম ডোজ ছয়জনকে, দ্বিতীয় ডোজ ৩২জনকে এবং ৪৫ বছরের উর্ধে দ্বিতীয় ডোজ ১৫ জনকে এবং ৬০ বছরের উর্ধে দ্বিতীয় ডোজ চারজনকে টিকা প্রদান করা হয়। উক্ত কর্মসূচিতে স্বাস্থ্যকমমীরা কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 

মাস্ক ব্যবহার করা, সামাজিক দুরতু বজায় রাখা এবং বার বার সাবান দিয়ে হাত ধোয়ার জন্য সকলকে পরামর্শ প্রদান করেন। এই কর্মসুচিতে এমপিডরিও নন্দিতা নাগ এবং 

আশাকম্মী বিপুল দেবী নোয়াতিয়া অংশগ্রহণ করেন। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu