নিজেস্ব প্রতিনিধিঃ কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধ করার উদ্দেশ্যে উনকোটি জেলায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চলছে কোভিড- ১৯ আ্যান্টিজেন পরীক্ষা। তারই অঙ্গ হিসাবে গত
২০ নভেম্বর সমরুরপাড় প্রাথমিক স্বস্থ্কেন্দ্ের অন্তর্গত শ্রীরামপুর উপস্বাস্থ্যকেন্দ্রে কোভিড-১৯ আ্যান্টিজেন পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে মোট আট জনের কোভিড-১৯ ত্যান্টিজেন পরীক্ষা করা হয় এবং কারোর শরীরে কোভিড-১৯ জীবাণু পাওয়া যায়নি। কর্মসূচিতে
স্বাস্থ্যকমমীরা সকলকে মাস্ক ব্যবহার করা, জনসমাগমবহুল এলাকা এড়িয়ে চলা, ঘন ঘন সাবান দিয়ে হাত - ধোয়া বাহ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দুরত্ব বজায় রাখা প্রভৃতি বিষয়ের উপর সচেতনতামূলক আলোচনা করেন। তাছাড়া এলাকায় কোভিড-১৯ সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেজন্য সামাজিক দায়বদ্ধতা নিয়ে সকল জনগণকে ত্যান্টিজেন পরীক্ষায় এগিয়ে আসতে অনুরোধ জানান। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ