২২ নভেম্বর
সোমবার
নিজেস্ব প্রতিনিধিঃ রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা খোয়াই কৃষি মহকুমায় বরবটি চাষে সহায়তা দেওয়া হয়েছে। এতে
কৃষি মহকুমায় ১০ হেক্টর জমি বরবটি চাষের আওতায় এসেছে। কৃষি মহকুমার চেবরি, গণকি ও সিঙ্গিছড়া কৃষি সেক্টরের ৬০ জন কৃষক উপকৃত হয়েছেন। তাছাড়াও এই
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
যোজনায় কৃষি মহকুমায় ২৭ হেক্টর জমিতে আখ চাষে কৃষকদের সহায়তা দেওয়া হবে। খোয়াই কৃষি মহকুমা কার্ধালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ