গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুতুপূর্ণ ভূমিকা পালন করে সমবায়-Sabuj Tripura


 সবুজ ত্রিপুরা 

২০ নভেম্বর
শনিবার

নিজেস্ব প্রতিনিধিঃ গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমবায়। সমবায় কর্মসংস্থান সৃষ্টির অন্যতম মাধ্যম। তাই রাজ্যের সমবায় ক্ষেত্রের বিকাশে সরকার উদ্যোগ নিয়েছে। আজ ৬৮তম অখিল ভারত 

সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে উদয়পুরের পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটের মিলনায়তনে গোমতী জেলাভিত্তিক আলোচনাচক্রের উদ্বোধন করে একথা বলেন সমবায়মন্ত্রী রামপ্রসাদ পাল। গেলে সমবায় সমিতিগুলিকে গুরুত্বপূর্ণ 

                             হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 

ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, সমবায়ের সাথে যুক্ত হয়ে যারা গ্রামীণ এলাকায় কাজের সুযোগ তৈরি করছেন তাদের কাজের মূল্যায়ন করা, কাজ করতে গিয়ে তারা কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন সে সম্পর্কে আলোকপাত করার লক্ষ্যেই এ ধরনের আলোচনাচক্র সারা 

রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের করছে। সমবায়মন্ত্রী আরও বলেন, রাজ্যের রুগ্ন বা দুর্বল সমবায়গুলিকে কিভাবে লাভজনক করা যায় সেই দিকে নজর দিতে হবে সমবায় দপ্তরকে। তিনি বলেন, সমবায় দপ্তরের মাধ্যমে রাজ্যের যুব, মহিলা ও পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে আলোচনাচক্রে বিশেষ অতিথি গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী সমবায় সংস্থার আর্থিক সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন।

আলোচনাচক্রে বক্তব্য রাখতে করার পরামর্শ দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, সমাজসেবী জিতেন্দ্র মজুমদার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সমবায় দপ্তরের উপনিয়ামক বিজয় কুমার রায়। উপস্থিত ছিলেন বিধায়ক বুর্বামোহন ত্রিপুরা, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক অরুণ কুমার রায়, গোমতী জিলা পরিষদের সহকারি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর পিএমসিএস লিমিটেডের চেয়ারম্যান বিক্রম দাস। সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে শংসাপত্র ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ। তাছাড়াও গোমতী জেলার তিনটি সমবায় সমিতিকে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন অতিথিগণ। এছাড়া সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ পর্গয়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। শিবিরে মোট ৫৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu