মশাউলিতে রাস উৎসবের উদ্বোধন-Sabuj Tripura


সবুজ
 ত্রিপুরা 

২০ নভেম্বর
শনিবার

নিজেস্ব প্রতিনিধিঃ কুমারঘাটের মশাউলিতে লক্ষ্মীকান্ত শর্মা ও মধুসূদন শর্মা নাট মন্দিরে আজ শুরু হয়েছে এঁতিহাবাহী রাস উৎসব। লক্মীকান্ত শর্মা নাট মন্দিরে রাস 

উৎসবের উদ্বোধন করেন উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দ্র দাস। উদ্বোধকের ভাষণে তিনি জানায়। এই পুজার্চনাকে কেন্দ্র করে যে সংস্কৃতির সৃষ্টি হয় তার উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সরকার সারা বছরব্যাপী 

                        হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন 

কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন উনকোটি জিলা পরিষদের সদস্য নীলকান্ত সিনহা, মশাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেন্দ্র নম, পশ্চিম মশাউলি গ্রাম 

পঞ্চায়েতের প্রধান ঝুমা পাল (দাস), উপপ্রধান পরিতোষ সিংহ, আইসিও শুভাশিস সেনগুপ্ত, ভুবনেশ্বর সিনহা প্রমুখ। স্বাগত ভাষণ দেন নিখিল বিষ্ণুপ্রীয়া মণিপুরী মহাসভার সাধারণ সম্পাদক প্রদীপ সিনহা। সভাপতি ছিলেন লক্ষ্মীকান্ত সিনহা। উৎসবকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu